দ্য ওয়াল ব্যুরো: সংখ্যা দিয়ে কি সত্যিই মানুষের ভবিষ্যৎ জানা যায়? এই প্রশ্ন ঘিরেই বিজ্ঞান ও বিশ্বাসের পুরনো বিতর্ক আবারও তুঙ্গে উঠেছে। কেউ মনে করেন, নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব হলো ভবিষ্যৎ জানার সঠিক পথ; অন্যদিকে বিজ্ঞানীরা একে সরাসরি অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দিচ্ছেন। ফলত সমাজে তৈরি হয়েছে দ্বন্দ্ব— বিজ্ঞান নাকি প্রথাগত বিশ্বাস, কোনটিকে ভরসা করা উচিত? এই বিতর্ক শুধু জ্যোতিষশাস্ত্রেই সীমাবদ্ধ নয়, বরং আজকের জীবনের সিদ্ধান্ত গ্রহণেও প্রভাব ফেলছে।
সংখ্যাতত্ত্ব আসলে কী?