দ্য ওয়াল ব্যুরো: সংখ্যা দিয়ে মানুষের ভাগ্য বা ভবিষ্যৎ জানার প্রচেষ্টা বহু যুগ ধরে চলছে। জ্যোতিষশাস্ত্রের (Astrology) এক পরিচিত শাখা, সংখ্যা জ্যোতিষ বা নিউমারোলজি (Numerology), দাবি করে জন্মতারিখ কিংবা নামের সংখ্যার ভিত্তিতে নির্ভুল ভবিষ্যৎবাণী করা সম্ভব। কিন্তু বিজ্ঞানের এই যুগে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে—আধুনিক গবেষণা কি সত্যিই এই প্রাচীন ধারণাকে স্বীকৃতি দিচ্ছে, নাকি বৈজ্ঞানিক পরীক্ষায় এর ভীতটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে? সাম্প্রতিক গবেষণা কী বলছে এবং বিজ্ঞানীরা এই বিষয়ে কী মত প্রকাশ করছেন, তা নিয়েই মানুষের কৌতূহল বাড়ছে।
সংখ্যাতত্ত্ব কী এবং এর মূল ধারণা