দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারাল স্পেস এক্সের 'স্টারশিপ।' মহাকাশ ভ্রমণের পরীক্ষামূলক পর্যায়ে ফের ধাক্কা। মঙ্গলবার টেক্সাসের উপকূলীয় এলাকার ‘স্টারবেস’ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সন্ধে ৭টা ৩৬ মিনিট নাগাদ (স্থানীয় সময়) মহাকাশে যাত্রা শুরু করে এই রকেটটি। এটি ছিল স্টারশিপ-এর নবমতম ক্রু-বিহীন পরীক্ষামূলক উৎক্ষেপণ।