দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। মাঝে পৌষ বাদে চলবে সেই ফাল্গুন পর্যন্ত। ধনতেরাসের পর থেকে সোনা ও রুপোর দাম কমতে শুরু করলেও এই মরশুমে ফের বাড়ছে উল্লেখযোগ্য হারে। গতকালই এক ধাক্কায় ৮৭০০ টাকা বেড়ে গিয়েছে সোনার দাম (Gold Price)। আজ, ২৭ নভেম্বরও তা একইভাবে ঊর্ধ্বমুখী।
বিয়ের মরশুমে এমনই সোনার গয়নার চাহিদা বেশি থাকে ফলে দামে বৃদ্ধি খানিকটা স্বাভাবিক। এখন এটাই মধ্যবিত্ত পরিবারের মাথাব্যথা।
#REL
২৪ ক্যারেট সোনার দাম (24 Carat Gold Price)