দ্য ওয়াল ব্যুরো: কলকাতা-সহ দেশের একাধিক শহরে ফের একবার ঊর্ধ্বমুখী হল সোনার দাম। তবে শুক্রবারের সামান্য হলেও কম বেড়েছে।
কলকাতায় এদিন ২২ ক্যারাট হলমার্ক সোনার গয়নার প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৯২,৮০০ টাকা। একদিন আগেও যা ছিল ৯২,৩০০ টাকা। অর্থাৎ ৫০০ টাকা বেড়েছে একদিনে।
#REL
২৪ ক্যারাট খুচরো সোনার দামও একইভাবে বেড়েছে। শুক্রবার তা দাঁড়িয়েছে ৯৭,৬০০ টাকায়, যা বৃহস্পতিবার ছিল ৯৭,১০০ টাকা। পাকা সোনার বাটের ক্ষেত্রে ১০ গ্রামে দাম একদিনে বেড়ে হয়েছে ৯৭,১৫০ টাকা, যা আগের দিন ছিল ৯৬,৬০০।