দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের শুরুতে অনেকটাই কমেছিল সোনার দাম। তবে কয়েকদিনের স্বস্তি দিয়েই ফের দাম বাড়তে শুরু করেছে স্বর্ণধাতুর। আজ, মঙ্গলবারও সোনার দাম সামান্য বেড়েছে। জেনে নিন, আজ কলকাতায় প্রতিগ্রাম সোনার দর (Kolkata Gold Price) কত?
১৩ মে, কলকাতায় গ্রাম প্রতি ২৪ ক্যারেট (24k) সোনার দাম
১ গ্রাম সোনার দাম- ৯ হাজার ৫৬২ টাকা
৮ গ্রাম সোনার দাম- ৭৬ হাজার ৪৯৬ টাকা
১০ গ্রাম সোনার দাম- ৯৫ হাজার ৬২০
১০০ গ্রাম সোনার দাম- ৯ লক্ষ ৫৬ হাজার ২০০ টাকা।
#REL