দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরসুমে কলকাতার বাজারে এল দারুণ সুখবর! আচমকা অনেকটা দাম কমে গেল রুপোর। দুর্গাপূজা থেকে দীপাবলি, ধনতেরাস, কালীপুজো ও ভাইফোঁটার আগে যখন গয়না ও উপহার কেনার ধুম পড়ে, ঠিক সেই সময় রুপোর দামে এমন অপ্রত্যাশিত পতন ক্রেতাদের মুখে হাসি ফোটাচ্ছে। একটানা মূল্যবৃদ্ধির পর এই হ্রাস উৎসবের কেনাকাটার জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি করেছে। দেখে নিন, আজ কলকাতায় রুপোর নতুন দর কত।
কলকাতার বাজারে রুপোর দামে বড় পতন