দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের (Bihar Elections) আগে ছট পুজোর (Chhat Puja) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি এ বছরও যে ছবি ব্যবহার করেছেন, সেটিই গত বছরও তাঁর ছট পুজো শুভেচ্ছার সঙ্গে পোস্ট করা হয়েছিল। এই পুরনো ছবি ব্যবহারের ঘটনাকে ঘিরেই রাহুলকে কটাক্ষ করল বিজেপি (BJP)।
বিজেপির আইটি সেল প্রধান (IT Cell Chief) অমিত মালব্য (Amit Malviya) বলেন, “বিহার আর তার উৎসবের সঙ্গে যদি সামান্য মমতাও না থাকে, তাহলে ভোটে দাঁড়ান কেন? আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতেও যদি মন না চায়, তাহলে এই অভিনয় কেন?”