দ্য ওয়াল ব্যুরো: আগামী ২০ অক্টোবর কালীপুজো (Kali Puja)। দীপান্বিতা অমাবস্যা দরজায় কড়া নাড়ছে। আলোর উৎসবের আগে থেকেই প্রস্তুতি তুঙ্গে রাজ্য দমকল দফতরে (Fire Department)। দীপাবলি, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজোকে ঘিরে বৃহস্পতিবার নিউ টাউনের অগ্নিনির্বাপন দফতরে রাজ্যের বিভিন্ন জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।
বৈঠকের পর মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে ১৬৬টি ফায়ার স্টেশন রয়েছে। উৎসবের মরশুমে আরও ৫১টি অস্থায়ী ফায়ার স্টেশন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ নজর থাকবে চন্দননগর, বারাসত, কৃষ্ণনগর, নৈহাটি ও বিভিন্ন বাজি বাজার এলাকায়।