দ্য ওয়াল ব্যুরো: গঙ্গার ঘাটে (Ganga Ghats) ঢল নামছে ভক্তদের। ডুব দিচ্ছেন সূর্যদেবকে প্রণাম জানাতে। চারদিকে ঢাক, শঙ্খ, প্রদীপের আলো। এই আবহেই সোমবার বিকেলে কলকাতার তক্তা ঘাট ও দহী ঘাটে ছটপুজোর (Chhath Puja) আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
ভক্তদের সঙ্গে হাসিমুখে কথা বললেন মুখ্যমন্ত্রী, হাতজোড় করে প্রণাম জানালেন ‘ছটী মাইয়া’-কে। রাজ্যের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে মুখ্যমন্ত্রী বলেন, “ছটী মাইয়া সকলের মঙ্গল করুন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।”