দ্য ওয়াল ব্যুরো: সুর, তাল, লয় আর নৃত্যের ছন্দে মুখর হতে চলেছে কলকাতা। নভেম্বরের শেষ সপ্তাহে নজরুল মঞ্চে উঠবে এক অনন্য মহোৎসবের পর্দা— ‘ভারত সংস্কৃতি যাত্রা ২০২৫’। তিনদিনব্যাপী এই উৎসব যেন এক মেলবন্ধন, যেখানে মিলবে ভারতের শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের ঐতিহ্য, আধুনিকতার স্পন্দন, আর শিল্পীদের প্রজন্মান্তরের সেতুবন্ধন।
#REL