দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিজেপি নেতা ও মুখপাত্র অনিল গুপ্ত বৃহস্পতিবার যমুনা নদীর জল মুখে নিয়ে দাবি করলেন, গত আট মাসে তাঁদের দলীয় সরকারের প্রচেষ্টায় নদীটি দূষিত অবস্থা থেকে অনেকটাই ঠিক হয়েছে। ছট পূজার দিন কয়েক আগে তিনি টিভি ক্যামেরার সামনে যমুনার জল পান করে নদীর সুস্থতার প্রমাণ হিসেবে জলের মান নিয়ে বিভিন্ন তথ্যও তুলে ধরেন।
পরিবেশ বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি রয়েছে অনিল গুপ্তার। তিনি যমুনার জল পান করে বলেন, "আইটিও ঘাট, বাসুদেব ঘাট এবং কালিন্দী কুঞ্জ সহ যমুনার বিভিন্ন স্থানে আমি কমপক্ষে আধ ডজন বার পান করেছি, এবং নদীর বিভিন্ন রাসায়নিক সূচক এখন স্বাভাবিক।"
#REL