দ্য ওয়াল ব্যুরো: রাজধানীতে বিধবাভাতা প্রকল্পের নামে ভয়াবহ দুর্নীতি পাকিয়েছে আম আদমি পার্টি (AAP), অভিযোগ তুলল দিল্লি বিজেপি (Delhi BJP)। সোমবার দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব দাবি করেন, প্রতি বছর প্রায় ২০০ কোটি টাকা সরকারি কোষাগার থেকে বেরিয়ে গিয়েছে ভুয়ো নামের মাধ্যমে, যার পেছনে রয়েছে পূর্বতন আম আদমি পার্টি (আপ) সরকারের সংগঠিত দুর্নীতির চক্র।
সচদেব বলেন, “৩.৮১ লক্ষ বিধবার মধ্যে প্রকৃত উপভোক্তা মাত্র ২.৯৮ লক্ষ। বাকি ৮৩ হাজারেরও বেশি নাম ভুয়ো। এই নামগুলোর মাধ্যমে দীর্ঘদিন ধরে টাকা তছরুপ হয়েছে, যেটা শুধু অর্থনৈতিক নয়, নৈতিক দেউলিয়াপনারও প্রমাণ।”