দ্য ওয়াল ব্যুরো: ফের বাবা হতে চলেছেন দক্ষিণী তারকা রামচরণ। স্ত্রী উপাসনা কামিনেনির সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানালেন অভিনেতা নিজেই। দীপাবলির রাতে ইনস্টাগ্রামে এক বিশেষ ভিডিও পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন খুশির মুহূর্ত।
ভিডিওটিতে দেখা গিয়েছে, রামচরণ ও উপাসনার বাড়িতে দীপাবলি উদযাপন চলছে। অতিথিরা আসছেন, হাতে উপহার ও আশীর্বাদ নিয়ে নবদম্পতির সঙ্গে দেখা করছেন। পোস্টের ক্যাপশনে রামচরণ লিখেছেন, 'এই দীপাবলিটা ছিল দ্বিগুণ আনন্দের, ভালবাসার ও আশীর্বাদের।' ভিডিওটির শেষে ভেসে উঠেছে একটি শব্দ— নতুন শুরু।
#REL