দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের বাঙালি সম্প্রদায় তিন দিন ধরে উদযাপন করেছে ‘উত্তরায়ণ’-এর ৪৭তম কালীপুজো (Hyderabad Diwali celebration)। ১৯ থেকে ২১ অক্টোবর এমসিএইচ গ্রাউন্ড, আমীরপেটে অনুষ্ঠিত এই উৎসব শহরের অন্যতম প্রাণবন্ত বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পরিচিত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানা সরকারের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জুপল্লি কৃষ্ণা রাও এবং পরিবহন দফতের মুখ্য সচিব বিকাশ রাজ। আয়োজকরা বলেন, তাঁদের উপস্থিতি হায়দরাবাদের বহুসাংস্কৃতিক ঐক্যের প্রতীক।