দ্য ওয়াল ব্যুরো: ভক্তদের কাছে নৈহাটির বড়মায়ের (Naihati Boro Ma) মন্দির বিশেষ আবেগের জায়গা! সাধারণ দিনে তো তাঁদের আনাগোনা থাকেই, তবে দীপান্বিতা কালীপুজো (Kali Puja) একটি বিশেষ দিন, মায়ের দর্শন করতে দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন। এবারও তার অন্যথা হয়নি। পুজোর আয়োজনও চলছে জোরকদমে।
‘ধর্ম যার যার, বড়মা সবার’- এই প্রচলিত কথাটিই যেন কালীপুজোর (Kali Puja) মাহাত্ম্য আরও বাড়িয়ে দিচ্ছে। দূর-দূরান্ত থেকে মানুষ বড়মার আশীর্বাদ নিতে ভিড় জমাচ্ছেন। যদিও মন্দির বন্ধ, তবে মন্দিরের সামনে তৈরি হয়েছে ২১ ফুট উঁচু বড়মার মূর্তি, আর সেই মূর্তিতেই এবার কালীপুজো হবে।