দ্য ওয়াল ব্যুরো: আজ কালীপুজো। শহর তথা রাজ্য- দিকে দিকে চলছে মাতৃ আরাধনা (Kali Puja 2025)। এদিন সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভিড় জমিয়েছে ভক্তরা। কালীঘাট, তারাপীঠ (Tarapeeth), তারকেশ্বর, কামারপুকুরে (Kamarpukur) প্রতি বছরের মতোই এবারেও এই পুণ্য তিথিতে চেনা ছবি দেখা গেল।
এদিন ভোর থেকেই তারাপীঠে (Tarapeeth) বহু মানুষ এসেছেন। সিদ্ধেশ্বরী মায়ের পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ হওয়ার আশা নিয়েই এসেছেন তাঁরা। বেলা যত গড়াচ্ছে, ভিড় আরও বাড়ছে।