চন্দন ঘোষ, পূর্ব বর্ধমানঃ এই গ্রামে মা কালী আছেন, কিন্তু তাঁকে কেউ বাড়িতে রাখেন না! না মূর্তি, না ছবি, এমনকি ফোনের গ্যালারিতেও নেই দেবীর ছবি। তবু এখানকার প্রতিটি মানুষ বিশ্বাস করে— “মা সিদ্ধেশ্বরী তাঁদের আগলে রেখেছেন।”
পূর্ব বর্ধমানের কোলসরা গ্রাম, যেখানে মা সিদ্ধেশ্বরীকে নিয়ে রয়েছে রহস্যময় ভক্তি। প্রায় চারশো পঞ্চাশ বছর আগে, শেরশাহের আমলে এই গ্রামের এক সাধারণ মানুষ দিগম্বর ঘোষাল স্বপ্নে পান দেবীর আদেশ। তারপরেই এখানে দেবীকে প্রতিষ্ঠা করেন তিনি। আজও যার অলৌকিক মাহাত্ম্যের কথা শুনে শিহরিত হন অনেকে।
#REL