দ্য় ওয়াল ব্যুরো, কোচবিহার: লোহার রড ও শাবল দিয়ে পিটিয়ে মারা হল এক তৃণমূল কর্মীকে। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় মাথাভাঙার জোরপাটকি গ্রামপঞ্চায়েত এলাকায়। মৃতের নাম সঞ্জয় বর্মণ (৩৭)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রামপঞ্চায়েত অফিসের সামনে অজয় বর্মণ ও মান্টু বর্মণের মধ্যে বিবাদ বাঁধে। সেই সময় ঝামেলা থামাতে এগিয়ে যান তৃণমূল কর্মী সঞ্জয়। অভিযোগ, তখন তাঁর উপরেই চড়াও হয় দু’জন। প্রথমে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়, মাটিতে লুটিয়ে পড়েন সঞ্জয়। এরপরও তাঁকে বেধড়ক মারধর করা হয়।