দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র ১ দিন। তারপরেই কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটার উৎসবের মরশুম। এসব দিনে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
শনি ও রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের কিছু অংশেও হালকা বৃষ্টি হতে পারে।
#REL