দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষা ও বাঙালি চেতনার পক্ষে ফের দৃঢ় বার্তা শিলিগুড়ি পুরনিগমের (Siliguri Municipality)। মেয়র গৌতম দেব জানিয়ে দিলেন, শিলিগুড়ি ও নকশালবাড়ির প্রতিটি দোকানপাটে বাংলায় সাইনবোর্ড লাগানো বাধ্যতামূলক (Signboards in Bengali)।
সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি, এই কাজ করতে হবে আসন্ন মহালয়ার মধ্যেই। মেয়র নিজেও সেই পথে হাঁটলেন। এতদিন তাঁর বাড়ির নেমপ্লেটে ইংরেজিতে লেখা ছিল "Goutam Deb, Advocate"। এবার তার পাশে ঝুলল বাংলায় লেখা নতুন নামফলক, "গৌতম দেব"।
#REL