দ্য ওয়াল ব্যুরো: 'শুভ আরতি ঝঙ্কৃত ভুবনে নব গতি রাগে, জ্যোতি অলঙ্কারে, প্রাণে প্রাণে ওঠে গীতি, সুধা রসঘন শান্তি ঝন ঝন জয় বানী'
'মহিষাসুরমর্দিনী'র এই গানেই আমরা পেয়েছিলাম আরতি মুখোপাধ্যায়-কে (Arati Mukhopadhyay)। পঙ্কজকুমার মল্লিকের কাছে বাধ্য ছাত্রীর মতো গান শিখেছিলেন আরতি। তবে শুধুমাত্র এই গীতিআলেখ্য নয়, পুজোর বাংলা গানেও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠ শোনার জন্য শ্রোতারা অপেক্ষা করে থাকত। বহুযুগ আরতি মুম্বইবাসী, বহু বছর তিনি কলকাতায় পুজোর সময় আসেন না। এ বছর মহালয়ার দিন মহাজাতি সদনে লাইভ গান গাইলেন আরতি মুখোপাধ্যায়।