পূর্বা সেনগুপ্ত
আজ মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষের সমাপ্তি। আশ্বিনের শারদ প্রাতে (DURGAPUJA 2025) যখন বেজে ওঠে আলোকবেণু, তখনই ঘুচে যায় পিতৃপক্ষের অন্ধকার, শুরু হয় মাতৃপক্ষের আগমনী সুর (Mahisasurmardini)। এদিনই বাঙালির মন জানিয়ে দেয়— দুর্গাপুজোর (Kolkata Durga Puja) হাতে গোনা আর ক'দিন। বাঙালির কাছে অবশ্য মহালয়া মানেই দুর্গাপুজোর সূচনা। আজকাল প্রায় প্রতিটি বড় পুজোর উদ্বোধন হয়ে যায় এই দিনেই। ঠাকুর দেখার হিড়িকও শুরু হয়ে যায়। যদিও প্রত্যেকবারই এই মহালয়া এলেই সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা শুরু হয়ে যায় নিয়ে বিতর্কও কম নয়। মহালয়া আদৌ শুভ দিন কি না, সেই