দ্য ওয়াল ব্যুরো: ভোরের আলো ছুঁয়ে যাচ্ছে গঙ্গার মৃদু স্রোত। আস্তে আস্তে ঘাটে ভিড় জমছে ধুতি-চাদর পরিহিতদের। খানিক পরেই দেখা যাবে বাঙালির চিরচেনা চিত্র, বাতাস ভরে উঠবে মন্ত্রোচ্চারণে। নাভিজলে দাঁড়িয়ে স্বর্গীয় পূর্বপুরুষদের উদ্দেশে অঞ্জলিভরে জল দান করবেন ঘাটে উপস্থিত সকলে, শুরু হবে মহালয়ার তর্পণ।
আশ্বিনে শারদপ্রাতে বাঙালির আবেগ নিয়ে স্বচরিত্রে হাজির হয় মহালয়ার ভোর। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শুনবে একটা প্রজন্ম। আর একটা প্রজন্ম উপস্থিত হবে গঙ্গার ঘাটে।
#REL