দ্য ওয়াল ব্যুরো: আজ মহালয়া। অর্থাৎ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। সেই উপলক্ষ্যে ভোর থেকেই গঙ্গার ঘাটে ভিড় উপচে পড়েছে। বাবুঘাট, বাগবাজার, শোভাবাজার, নিমতলাসহ শহরের প্রায় সব ঘাটেই আম-বাঙালি উপস্থিত হয়েছেন পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ দিতে। শুধু কলকাতা নয়, জেলার ঘাটগুলিতেও একই ছবি।
হাওড়ার চাঁদমারি ঘাটে সকালেই ছিল উপচে পড়া ভিড়। তিল, অন্ন আর অঞ্জলি ভরে পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ করেছেন হাজার হাজার মানুষ। এদিন দিঘা, বীরভূমের তিলপাড়া জলাধার এবং বাঁকুড়ার সতীঘাটেও একইভাবে চলেছে তর্পণ।
#REL