দ্য ওয়াল ব্যুরো: হেলমেট-রেনকোট পরে জিমে ঢুকে পর পর গুলি। নিশানায় জিমের মালিক। চারু মার্কেটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুলি চললেও হতাহতের কোনও খবর নেই।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন দুপুরে দু’জন হেলমেট ও রেনকোট পরে বাইকে করে জিমে আসেন। রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে জিমের ভিতর ঢোকেন। প্রথমে জিমের একজন কর্মচারীর কাছে মালিকের খোঁজ নেন। এরপরই পরপর দু'টি গুলি চালানো হয়। কিছু বুঝে ওঠার আগেই বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দেন তাঁরা।
#REL