দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল আবারও আলোচনায়। প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খোলার কয়েক ঘণ্টা পরই সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট শেয়ার করলেন চাহাল। আর সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা।
ইউটিউবের 'হিউম্যানস অফ বোম্বে' পডকাস্টে ধনশ্রী প্রথমবার তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে খোলাখুলি কথা বলেন। ডিভোর্সের শুনানির দিন চাহালের টিশার্টে লেখা ছিল, “Be your own sugar daddy”। সেই ঘটনা নিয়েও ধনশ্রী বিস্ময় প্রকাশ করেন।
#REL