দ্য ওয়াল ব্যুরো: শৈশবে ঘরের কোণে মৃদু আলোয় হাতে শার্লক হোমসের (Sherlock Holmes) গল্পের বই। পাতার পর পাতা উলটে হারিয়ে যাওয়া এক বিস্ময়কর জগতে— যেখানে রহস্য মিশেছে বুদ্ধির তীক্ষ্ণতায়। সেই গল্পই এক কিশোরের মনে জাগিয়ে তুলেছিল গল্প বলার প্রথম স্বপ্ন। বহু বছর পর সেই স্বপ্নই ফিরছে এক নতুন রূপে।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) এবার ক্যামেরার পেছনে দাঁড়াতে চলেছেন এক এমন ছবির জন্য, যা তাঁর শৈশবের প্রিয় লেখককে ঘিরে। ছবির নাম— Elementary, My Dear Holmes। ২০২৭ সালে শুরু হবে এই ব্রিটিশ–ভারতীয় যৌথ প্রযোজনার শুটিং।