শুভদীপ বন্দ্যোপাধ্যায়
অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষের পর বাংলা ছবির বাঁকবদল ঘটে যে পরিচালকের হাত ধরে তিনি সৃজিত মুখোপাধ্যায়। অর্থনীতি নিয়ে পড়া প্রেসিডেন্সি কলেজ, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেলেন টলিউডের নামকরা পরিচালক। নবীন যুগের চলচ্চিত্রকার রূপে সৃজিতের ভিতর সেই আগুন ছিল। আজ তিনি মহীরুহ। 'অটোগ্রাফ' থেকে 'লহ গৌরাঙ্গের নাম রে', ১৫ বছরের সফরে আজও তিনি টলিউডের ফার্স্টবয়।