অন্বেষা বিশ্বাস
আমি যে নিজেই মত্ত
জানি না তোমার শর্ত,
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই...
ভালবাসায় আবার শর্ত কী! শর্ত দিয়ে প্রেম-ভালবাসা হয় নাকি! ভাবা হত, যেখানে শর্ত আছে, সেখানে প্রেম নেই। কিন্তু সময়ের সঙ্গে সেই ধ্যানধারণাও বদলেছে। এখনকার ডেটিং বা বিয়ের ক্ষেত্রে এই 'শর্তহীনতা'র ধারণাটি যেন অনেকটাই ম্লান। এখন তো নিজের ইচ্ছেগুলো চাপিয়ে দিয়েই শুরু হয় সম্পর্ক!