দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর আগে নতুন লুক পেতে চুলে রং করানোর ঝোঁক অনেকেরই থাকে। তবে সমস্যা হল, চুলে রং করার কিছুদিন পরই রঙের উজ্জ্বলতা কমে আসে। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে চুলের রঙ অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব। দেখে নিন সেই টিপসগুলি।
রং করার পর চুল না ধোওয়া
চুলে রং করার পর অন্তত দুই থেকে তিন দিন শ্যাম্পু না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ, রং চুলে ঠিকভাবে বসতে সময় লাগে। খুব তাড়াতাড়ি ধুলে রং দ্রুত ফিকে হয়ে যায়। তাই অন্তত ৪৮–৭২ ঘণ্টা চুল না ধোওয়া ভাল।
REL
সালফেটমুক্ত প্রোডাক্ট ব্যবহার