দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই প্রথম দফার নির্বাচন বিহারে (Bihar Election)। তার ঠিক আগের দিন চাঞ্চল্য ছড়াল রাজ্যের পূর্ণিয়ায়। স্থানীয় জেডিইউ নেতা (JDU Leader) নিরঞ্জন কুশওয়ার পরিবারের তিন সদস্যের মৃতদেহ (Dead Body) উদ্ধার হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে কেহাট থানার ইউরোপীয় কলোনির এক বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার হন নিরঞ্জনের দাদা নবীন কুশওয়া, বউদি কাঞ্চন মালা সিং এবং ভাইঝি তনু প্রিয়া।