দ্য ওয়াল ব্যুরো: পরিবারে যখন শুধুমাত্র একটিই সন্তান থাকে, তখন সেই শিশুই (single child) বাবা-মায়ের পুরো মনোযোগ দখল করে থাকে। কিন্তু তারপর যদি বাড়িতে নতুন সদস্য (new baby) আসে, তখন স্বাভাবিকভাবেই ছোট্ট ভাই বা বোনের সঙ্গে (sibling bonding) বাবা-মাকেও ভাগ করে নিতে হয় তাকে। সময়, মনোযোগ ভাগ হয়ে যায়। এর ফলে অনেক সময় বড়টির (older sibling) মনে অস্থিরতা, অভিমান, এমনকী ঈর্ষার জন্ম নিতে পারে।
কেউ রাগ দেখিয়ে খিটখিটে হয়ে ওঠে, কেউ হয়তো চুপ করে যায়। মাঝে মাঝে কচি গলায় চাপা ক্ষোভ বেরিয়ে আসে, ‘তুমি তো আর আমাকে ভালই বাসো না। শুধু ওকেই ভালবাসো সারাদিন।’
#REL