দ্য ওয়াল ব্যুরো: ১৬ ডিসেম্বর, ২০২৫ ভোর ৪টে ১৯ মিনিটে সূর্য (Surya) বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে, এই রাশি পরিবর্তন হল সূর্য সংক্রান্তি (Surya Sankranti)। প্রায় একমাস ধনুতে অবস্থান করে ১৪ জানুয়ারি ২০২৬ সূর্য প্রবেশ করবে কুম্ভে (Capricorn)। জ্যোতিষশাস্ত্র বলছে, সূর্যের প্রতিটি রাশি পরিবর্তন বারো রাশিকেই আলাদাভাবে প্রভাবিত করে। আচার্য ইন্দু প্রকাশের বক্তব্য, এই বছরের ধনু সংক্রান্তি ছ’টি রাশির জন্য বিশেষ শুভফল বয়ে আনবে।
কোন রাশির জীবনে কী পরিবর্তন আসছে? এক নজরে দেখে নেওয়া যাক।
#REL
মেষ (Aries): ভাগ্যের দেবতা সূর্য, মিলবে পরিশ্রমের ফল