দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের রাখি পূর্ণিমায় (Rakhi Purnima 2025) ঘটতে চলেছে এক বিরল গ্রহগত সংযোগ। এই শুভ তিথিতে বুধ গ্রহের (Mercury Rise) উদয় ঘটবে কর্কট রাশিতে, যা বিশেষভাবে প্রভাব ফেলবে মেষ, মিথুন ও কন্যা রাশির জাতক-জাতিকাদের ওপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই পরিবর্তন কিছু রাশির জীবনে আর্থিক অগ্রগতি (financial prosperity), পেশাগত সাফল্য (career growth) ও পারিবারিক শান্তি (family harmony) বয়ে আনবে।
বিশেষজ্ঞদের মতে, বুধের এই উদয় শুধু একটি জ্যোতিষ পরিবর্তন নয়, বরং তা একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে কিছু রাশির জন্য।