দ্য ওয়াল ব্যুরো: খুব শীঘ্রই গ্রহদের যুবরাজ বুধ প্রবেশ করতে চলেছে মঘা নক্ষত্রে (Mercury transit)। এই মুহূর্তটিকে জ্যোতির্বিদরা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। এর ফলে তিনটি রাশির জাতক-জাতিকার জীবনে আসতে চলেছে নতুন অধ্যায়—যেখানে মিলবে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের স্পর্শ।
মঘা নক্ষত্রে বুধের প্রবেশ: জ্যোতিষীয় তাৎপর্য