দ্য ওয়াল ব্যুরো: নতুন সপ্তাহের সূচনা মানেই প্রত্যাশা, উত্তেজনা আর কিছুটা কৌতূহল—আসন্ন দিনগুলোতে আমাদের জন্য কী অপেক্ষা করছে? সংখ্যাতত্ত্ব (Numerology) সেই প্রশ্নের উত্তর খুঁজে দেয়। ভাগ্য, প্রেম কিংবা অর্থ—সবক্ষেত্রেই আপনার জন্মতারিখের (Birth Date) ভিত্তিতে তৈরি এই বিশ্লেষণ আপনাকে সাহায্য করতে পারে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করতে।
সংখ্যাতত্ত্ব কী?