দ্য ওয়াল ব্যুরো: মানুষের শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি রেখা বা গঠন—সব কিছুই জ্যোতিষ ও সমুদ্র শাস্ত্রে বিশেষ গুরুত্ব রাখে। সেই তালিকায় পড়ে কানের গঠন ও কানে চুল গজানোর বিষয়টিও। বহু পুরাতন শাস্ত্র মতে, যাঁদের কানের উপরে বা ভিতরের দিকে অতিরিক্ত চুল থাকে, তাঁদের মধ্যে এক বিশেষ গুণ ও ভবিষ্যৎ সৌভাগ্যের ইঙ্গিত পাওয়া যায়।
কানে চুল গজানো মানে কী?