গার্গী দাস
অক্টোবরের শেষ দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। পরিবার থেকে জানানো হয়েছিল, চিকিৎসকরা নজর রাখছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। তারপর হঠাৎই রবিবার রাতে খবর আসে, অবস্থা নাকি আশঙ্কাজনক। আর সেই মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় এক অদ্ভুত দৌড়। শোকবার্তা, RIP, পুরনো ছবি, ‘অমর থাকবেন’ জাতীয় পোস্ট, সব একসঙ্গে। সোমবার সকালেই অনেকের কাছে ধর্মেন্দ্র আর ‘ছিলেন না’। অথচ বুধবারে তিনিই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।