গার্গী দাস
বাচ্চা পড়ছে না, সোশ্যাল মিডিয়ার দোষ। স্কুলে চারটে বাজে কথা বলে ফেলছে তাও ওই সোশ্যাল মিডিয়ার জন্য। বাড়িতে কেউ নিজেদের মধ্যে কথা বলছেন না, ফোনে ব্যস্ত, সেটিও সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌরাত্মের ফলেই! এখন খারাপ যা হচ্ছে, সবই এই মাধ্যমের ঘাড়ে পড়ছে। মানসিক স্বাস্থ্যও রয়েছে সেই তালিকায় (Mental Health)।