দ্য ওয়াল ব্যুরো: তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগেও প্রাচীন বিশ্বাস, বিশেষ করে সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজির প্রতি মানুষের আকর্ষণ চোখে পড়ার মতো। শুধু মোবাইল নম্বর বা গাড়ির নম্বরই নয়, অনেকেই এখন ব্যবসা শুরু, সন্তানের নাম রাখা বা বিয়ের তারিখ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও নির্ভর করছেন এই সংখ্যার শক্তির ওপর।
বিশ্বাস করা হয়, প্রতিটি সংখ্যার রয়েছে নিজস্ব শক্তি ও তাৎপর্য, যা মানুষের জীবনের গতিপথ প্রভাবিত করতে পারে। প্রাচীন মিশর, ব্যাবিলন, ভারত ও চিনের সভ্যতায় এই বিশ্বাসের শিকড় পাওয়া যায়। গ্রিক দার্শনিক পিথাগোরাস তো একে বলেছিলেন মহাবিশ্বের মৌলিক ভিত্তি।