দ্য ওয়াল ব্যুরো: বাংলাজুড়ে শীতের আমেজ আরও বাড়ছে। শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশা ও ঝাড়খণ্ডে (Cold wave)। কলকাতায় ভোরের পারদ নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমী হাওয়ার দাপটে রাজ্যের সর্বত্রই ঠান্ডার অনুভূতি বাড়ছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী পাঁচ দিন এমনই আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। আপাতত উইকেন্ড পর্যন্ত চলবে শীতের এই আমেজ।
#REL