দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের দেওঘরের ঐতিহ্যবাহী বাবা বৈদ্যনাথ মন্দিরের (Baba Baidyanath Temple in Deoghar) গর্ভগৃহে বলপ্রয়োগ করে প্রবেশের অভিযোগে দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে (FIR against BJP MPs) এফআইআর দায়ের করল ঝাড়খণ্ড পুলিশ। অভিযুক্তরা হলেন গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) ও উত্তর-পূর্ব দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)।
পুলিশ সূত্রে খবর, মন্দিরের পুরোহিত কার্তিকনাথ ঠাকুর অভিযোগ করেছেন, দুই সাংসদ ‘বলপ্রয়োগ’ করে গর্ভগৃহে ঢুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায়সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।