দ্য ওয়াল ব্যুরো: মাত্র পাঁচ মিনিট দেরিতে স্কুলে (School) পৌঁছনোর ‘অপরাধে’ চার ছাত্রীকে ২০০ বার উঠবস করানো হয় বলে অভিযোগ। ফলস্বরূপ, অসুস্থ হয়ে পড়ে তারা, শুরু হয় বমি ও জ্ঞান হারানোর পর একে একে সবাইকে হাসপাতালে (Hospitalized) ভর্তি করতে হয়। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘটনা।
পটমদা ব্লকের বাগুন্ডার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের (Kasturba Gandhi Girls' School) আক্রান্ত ছাত্রীরা সবাই দ্বাদশ শ্রেণির ছাত্রী। বর্তমানে তারা জামশেদপুরের এমজিএম হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন। অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।