দ্য ওয়াল ব্যুরো: দুনিয়ায় মাত্র পঞ্চাশ জনের শরীরে পাওয়া যায় এই ব্লাডগ্রুপ। নাম— Rh-null, জনপ্রিয়ভাবে যাকে বলা হয় ‘গোল্ডেন ব্লাড’। এতই বিরল যে কেউ যদি জরুরি অবস্থায় রক্তের প্রয়োজন পড়ে, প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় মিল পাওয়া। আর সেই কারণেই এই ‘স্বর্ণসম’ রক্ত তৈরি করতে কোমর বেঁধে নেমেছেন বিজ্ঞানীরা। বিবিসি-র রিপোর্ট জানাচ্ছে, ল্যাবেই তৈরি হতে পারে এই বিরল রক্ত, যা ভবিষ্যতে অসংখ্য মানুষকে বাঁচাতে পারে।
কী এই ‘গোল্ডেন ব্লাড’?