দ্য ওয়াল ব্যুরো: জেদ্দায় গুলির লড়াইয়ে মৃত্যু হল ঝাড়খণ্ডের গিরিডি জেলার এক যুবকের। সৌদি আরব থেকে তাঁর মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে ঝাড়খণ্ডের শ্রম দফতর। ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
শ্রম দফতরের মাইগ্রেন্ট কন্ট্রোল সেলের টিম লিডার শিখা লাখরা জানিয়েছেন, গিরিডি থেকে খবর আসে সৌদি আরবে এক পরিযায়ী শ্রমিক মারা গেছেন। সঙ্গে সঙ্গে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। এখন জেদ্দা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে যাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা মিটিয়ে মরদেহ ঝাড়খণ্ডে ফেরানো যায়।
#REL