দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডে মাওবাদী দমনে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর মোতায়েনের জন্য কেন্দ্রের কাছে ১৩,৩০০ কোটি টাকা বকেয়া রয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই বিপুল খরচ পুরোপুরি মিটিয়ে দিতে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)।
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, “চরমপন্থা নির্মূল করা রাজ্য ও কেন্দ্র উভয়েরই যৌথ দায়িত্ব। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে এই বিশাল অর্থ দিতে বাধ্য করা হলে, তা ঝাড়খণ্ডের উন্নয়ন প্রকল্পগুলিতে ভয়ঙ্কর প্রভাব ফেলবে।”