দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের গড়ছিরৌলিতে সোমবার গভীর রাতে আত্মসমর্পণ করলেন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তথা কিষেনজির ভাই বেণুগোপাল রাও। সঙ্গে ছিলেন তাঁর প্রায় ৬০ জন সহযোগী। ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) হারাল তার পলিটব্যুরো এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যকে।
২০১১ সালে ঝাড়গ্রামের বুড়িশোলের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল কিষেনজির। একসময় জঙ্গলমহল কাঁপত তাঁর নামে। সেই কিষেনজিরই ভাই বছর ৭০-এর বেণুগোপাল। গত মাসে কিষেনজির স্ত্রী আত্মসমর্পণ করেন, এবার ভাই।
#REL