দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে শ্বাসরোধ করে খুন। মৃতদেহ ঘরে রেখে বাইরে তালা। তারপর সোজা দিদির বাড়ি গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম। তাতেই শেষ নয়। কিছু ক্ষণের মধ্যেই আত্মসমর্পণ থানায়। ঘটনাটি বুধবার সকালে ঘটেছে কোন্নগরের মাস্টারপাড়ায় (Konnagar)। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা সবিতা চট্টোপাধ্যায় (৫৮)। তাঁর স্বামী অশোক চট্টোপাধ্যায় কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী। বর্তমানে কোনও কাজ করতেন না তিনি। ধার দেনা ও আর্থিক অনটনের মধ্যেই চলছিল সংসার। তার মধ্যেই নিত্যদিনের অশান্তি। স্থানীয়দের দাবি, এই দম্পতির মধ্যে প্রায় প্রতিদিনই ঝগড়া লেগেই থাকত।
#REL