দ্য ওয়াল ব্যুরো: বহু জঙ্গি হামলার মূল চক্রী, কুখ্যাত মাওবাদী নেতা মাদ্ভী হিডমা (Madvi Hidma)-কে খতম করলেন নিরাপত্তারক্ষীরা। অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীথারামারাজু (Alluri Sitharama Raju) জেলায় এনকাউন্টারে তাঁর মৃত্যু হয়েছে। যা মাওবাদী দমন অভিযানে নিরাপত্তাবাহিনীর বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
অন্ধ্র–ছত্তীসগড়–তেলঙ্গানার ত্রিসীমান্তে এই অভিযানের সময় কমপক্ষে ছ’জন মাওবাদীর দেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকাজুড়ে এখনও তল্লাশি চলছে।
#REL