দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে নকশাল হামলায় মৃত্যু হল এক বিজেপি কর্মীর। সোমবার রাতে বিজাপুর জেলার ইলমিডি থানার অন্তর্গত মুজালকাঙ্কেরে সত্যম পুনেম নামে ওই বিজেপি কর্মীকে পুলিশ ইনফর্মার সন্দেহে নৃশংসভাবে খুন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে এক হাতে লেখা প্রচারপত্র। মাওবাদী মাডেড এরিয়া কমিটির তরফে প্রকাশিত ওই লিফলেটে লেখা আছে, সতর্ক করার পরও নাকি পুনেম পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তিনবার সতর্ক করা সত্ত্বেও তিনি গোপনে পুলিশের কাজে সহযোগিতা করছিলেন, তাই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
#REL