দ্য ওয়াল ব্যুরো: '... অনেকদিন থেকে বুঝতে পেরেছিল, কতকগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারই - ওর চার দিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই।' - রবীন্দ্রনাথের লেখা লাইনগুলি যেন আবারও জীবন্ত হয়ে উঠল ছত্তীসগড়ের দেওলা বাঈয়ের চোখের জলে।
ছোট্ট অশ্বত্থের চারা ২০ বছরের যত্নে মহীরুহ হয়ে ছায়া দিত তাঁকে। হঠাৎ তাকে কেটে ফেলল কয়েকজন মিলে। দু'দশক জুড়ে যে গাছ তাঁর অস্তিত্বে মিশে ছিল তাকে হারানো শোক যে কতটা প্রবল হতে পারে, দেখল সোশ্যাল মিডিয়া।